#
#

Head Teacher Massage

Md Parvej Khan

এই শিক্ষা প্রতিষ্ঠান আমার কাছে আমানত স্বরূপ সাথে তোমরাও! তোমরা প্রত্যেকে আমাদের সন্তান এবং এই প্রতিষ্ঠানের প্রাণ! আর এই প্রাণদানের কারিগর আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ, তাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা! তোমাদের কর্মেই এ প্রতিষ্ঠান নক্ষত্রের মত উজ্জ্বল হবে! তোমরা মানুষের মত মানুষ হলে সব থেকে বেশি আমরা আনন্দিত হই! যুগে যুগে সফলতা এবং ব্যর্থতা দুটোই ছিল তবে সফলতার কিন্তু কোন শেষ নেই! আর ব্যর্থতা মানেই হেরে যাওয়া নয় বরং দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার দ্বার উন্মোচন হয়! তোমারা প্রত্যেকে একটা করে ফুলের মতো, আমরা চাই তোমাদের পদভারে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হোক! তোমাদের ব্যক্তি জীবন, শিক্ষাজীবন এবং ভবিষ্যতের জন্য রইল অসীম দোয়া! ধন্যবাদ সবাইকে!