ভাঙ্গা থানার প্রাণ কেন্দ্রে ভাঙ্গা সেন্ট্রাল হাই স্কুলের অগ্রযাত্রা শুরু হয় ২০২২ সাল নাগাদ, মূলত কলেজপাড়বাসী তথা পৌরবাসীর প্রাণের দাবি রক্ষার্থে শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা করে তৎকালীন মেয়র মহোদয় এবং স্থানীয় কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের একান্ত প্রচেষ্টায় অত্র প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু হয়! প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান উন্নয়নের লক্ষ্যে কাজ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন গুণীজনসহ আরো অনেকে। প্রতিষ্ঠাকালীন সময়ে প্রতিষ্ঠানের নাম আবু ফয়েজ মোহাম্মদ রেজা উচ্চ বিদ্যালয় থাকলেও ২০২৫ সাল থেকে নাম পরিবর্তন করে ভাঙ্গা সেন্ট্রাল হাইস্কুল নামে নামকরণ করা হয়!
Total Students
SixTotal Students
SevenTotal Students
EightTotal Students
Nine